প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়ায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে বগুড়া সদরের সাবগ্রাম কুশরাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, লোকজন মাঠে কাজ করতে গেলে কুশরাপাড়া গ্রামের ওপর দিয়ে যাওয়া মহাসড়কের কালভার্টের নিচে পানির মধ্যে লাশ দেখতে পান। পরে পুলিশে সংবাদ দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। শনিবার রাতের যেকোনো সময় ওই যুবককে হত্যা করে লাশ কালভার্টের নিচে ফেলে রাখে দুর্বৃত্তরা।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.