গাবতলী উপজেলা

বগুড়ায় জামাইয়ের আঘাতে শ্বশুর আহত

বগুড়ায় জামাইয়ের ধারালো কেচির আঘাতে শ্বশুর আহত হয়েছেন।

আহত সাল্লু মোল্লা গাবতলী উপজেলার উত্তর সরাতলী এলাকার মৃত সফু মোল্লার ছেলে। 

সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর পর অভিযুক্ত জামাই রবিউল ইসলাম আকাশকে আটক করেছে পুলিশ৷ আটক আকাশ একই এলাকার আশরাফ আকন্দের ছেলে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে সাল্লু মোল্লার পরিবারের সাথে আকাশের সাংসারিক দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে আকাশ তার শ্বশুরকে ধারালো কেচি দিয়ে কানের নিচে এবং বুকে আঘাত করে। পরে সাল্লু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় এলাকাবাসী প্রথমে আকাশকে আটক করে। পুলিশ যেয়ে আকাশকে হেফাজতে নেয়৷ এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button