প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় স্কুলছাত্র খুন

বগুড়ার সারিয়াকান্দিতে জিসান বাবু নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা নামক পাথারে এ ঘটনা ঘটেছে।

নিহত জিসান বাবু ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো।  

জানা গেছে, তিনজন পাথারের মধ্যে মারামারি করছিল। এর মধ্যে একজন ছেলে পালিয়ে যেয়ে জিসানের বাসায় খবর দেয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন জিসানকে মৃত অবস্থায় দেখতে পায়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, সুতানারা এলাকায় পাথারে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

এই বিভাগের অন্য খবর

Back to top button