বগুড়ায় আইএফআইসি ব্যাংকের ২৯ লাখ টাকা লুট
বগুড়া সদরের আইএফআইসি ব্যাংকের একটি শাখায় ২৯ লাখ টাকা লুটের খবর পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলা মাটিডালি এলাকার ব্যাংকটির উপশাখায় এই লুটের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) স্নিগ্ধ আখতার।
স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মিরাজুল ইসলাম বলেন, ব্যাংকটি এই শাখা গত তিন বছর ধরে এই মার্কেটে তাদের কার্যক্রম পরিচালনা করছে। দুঃখের বিষয় হলো এই শাখার নিরাপত্তা ব্যবস্থা তেমন জোরদার ছিলো না। রাতের বেলা কোনো গার্ড থাকতো না। সকালে এসে জানতে পারি রাতে নাকি ব্যাংকে চুরি হয়েছে। আরও যেটা জানতে পেরেছি তাদের যে এলার্মিং সিস্টেম সেটিও নাকি গতকাল বন্ধ ছিলো।
বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, আইএফআইসি ব্যাংকের একটি শাখায় টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে ব্যাংকের ভিতরে সিসি ক্যামেরা রয়েছে আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি ব্যাংক কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তাদের এখানে গচ্ছিত ২৯ লাখ টাকা খোয়া গেছে।