প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২ 

বগুড়ায় পৃথক ট্রাকচাপায় দুজন নিহত হয়েছে। 

১৪ জুন রাতে এবং ১৫ জুন দুপুরে  ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক দুই ঘটনায় তাদের মৃত্যু হয়৷ 

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের মুক্তার খানের ছেলে আব্দুল আলীম এবং শেরপুর উপজেলার গাড়ীদহ মডেল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের শাজাহান আলীর ছেলে সাব্বির হোসেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, শনিবার সকালে আব্দুল আলীম  মোটরসাইকেল নিয়ে বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ড এলাকায় তার ভাগ্নের সঙ্গে দেখা করার উদ্দেশে বের হন। দুপুরে ১২টার দিকে ঘোগা বটতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলীম মারা যান। 

অপরদিকে, শুক্রবার রাতে সাব্বির হোসেন তার মেয়ের জন্য ঈদের কেনাকাটা করে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে ঢাকা- বগুড়া মহাসড়কের বনানী এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারা যান। 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, দুপুরের ঘটনায় ঘাতক ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button