প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় বাশঁবাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার 

বগুড়ার শেরপুরে বাঁশ বাগান থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুরের দিকে উপজেলার খানপুর ইউনিয়নের গজারিয়া বাজারস্থ বাঁশ বাগান থেকে নিহতের মরাদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই কৃষকের নাম আশরাফ উদ্দিন সরকার মুকুল (৫০)।

জানা যায়, ১৪জুন দিনগত রাত অনুমান নয়টার দিকে বাড়ির পাশের একটি চা-স্টলে চা পান করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলেও বাড়ি ফেরেননি। পরদিন সকালে রফিকুল ইসলামের বাঁশ বাগানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর থানায় সংবাদ দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

শেরপুর থানার ওসি জানান, নিহত ওই কৃষকের শরীরে আঘাতের কোনো চিহৃ নেই। তবে তাঁর মৃত্যুটি রহস্যজনক। তাই নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় মর্গে পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button