
আজ শুক্রবার শুরু হচ্ছে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। আসরটি হবে জার্মানিতে। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা।
ম্যাচটি শুরু হবে রাত একটায়। বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।
শেষ বার জার্মানিতে ইউরো বসেছিল ১৯৮৮ সালে। সেবার ঘরের মাঠে সেমিফাইনালেই বাদ পড়েছিল স্বাগতিকরা। তিন যুগ পর আবারও ঘরের মাঠে জার্মানি খেলতে নামবে ইউরো। সমর্থকরা আশায় বেঁধেছে বুক। ১৯৯৬ এর পর আবারও শিরোপাটা ঘরে তোলার স্বপ্ন দেখছে তারা।
এই ম্যাচে অবশ্যই ফেভারিট জার্মানি। তবে নতুন শুরুর আশা দেখছে স্কটিশরা। গত ইউরো দিয়ে ১৯৯৮ বিশ্বকাপের পর প্রথমবার কোনো বড় টুর্নামেন্টে ফেরে স্কটল্যান্ড। তবে তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এবার নতুন উদ্যমে শুরুর প্রত্যাশা স্কটল্যান্ডের।