আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় কোরবানির গরুসহ ভটভটি উল্টে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে কোরবানির গরুসহ ভটভটি উল্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) ঈদের দিন সকালে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র আহোনা আবিদ দোহা আদমদিঘী উপজেলার তেঁতুলিয়া গ্রামের সাইদুজ্জামান তোতার ছেলে এবং নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

জানা গেছে, উপজেলার শালগ্রামের একটি খামার থেকে কোরবানির গরু কিনে ওই খামারেই রাখেন তারা। কোরবানি করার জন্য সোমবার সকালে দোহা ভটভটি নিয়ে গরুটি নিতে যায়। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বাবলাতলা এলাকায় পৌঁছার পর ভটভটি উল্টে গুরুতর আহত হয় দোহা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী জানান,  আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button