বিএনপিরাজনীতি

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন ফখরুল

খালেদা জিয়ার সুস্থতার জন্য কান্নাজড়িত কণ্ঠে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার (২৩ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কান্না করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    কান্নারত অবস্থায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, গণতন্ত্রের প্রতীক যিনি স্বৈরাচারের কাছ থেকে আমাদের গণতন্ত্র উপহার দিয়েছিলেন। যিনি বহুদলীয় গণতন্ত্র শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছিলেন। সেই খালেদা জিয়া বিনা চিকিৎসায় আজ মৃত্যু শয্যায়। আসুন দোয়া করি, তাকে যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার জেগে উঠতে পারি।

      দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, আসাদুজ্জামান রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ অংশ নেন।

        এর আগে শুক্রবার (২১ জুন) শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

        এই বিভাগের অন্য খবর

        Back to top button