আইন ও অপরাধ

ছাগলকাণ্ডে স্ত্রী-ছেলেসহ মতিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ এবং তাদের ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুন) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ইতোমধ্যে ওএসডি করা হয়েছে। সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ থেকেও তাকে বাতিল করা হয়েছে। আলোচিত এ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ নামে-বেনামে অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। দুই স্ত্রী-সন্তানসহ নামে-বেনামে তিনি এসব সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে আলোচিত এ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে চার দফা অভিযোগ জমা পড়েছিল। তখন রহস্যজনক কারণে দুদক এ কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধান করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, শুধু দেশেই নয়, বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করে স্ত্রী-সন্তানদের নামে আলিশান বাড়ি-গাড়িসহ শত কোটি টাকার সম্পদ করেছেন মতিউর।

জানা যায়, মতিউর রহমানের ছেলে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কেনেন বলেও উঠে আসে সমাজমাধ্যমে। এর পরই মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button