আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় মসজিদের সামনে থেকে নৈশপ্রহরীর রক্তাক্ত লাশ উদ্ধার

বগুড়ায় কায়ছার প্রামানিক নামে এক নৈশপ্রহরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের মসজিদের সামনে থেকে এ লাশ উদ্ধার করা হয়।

কায়ছার ওই গ্রামের মৃত গরীনুল্লাহ প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান,  মসজিদের পাশে একটি পুকুরের নৈশপ্রহরীর কাজ করতেন গরীনুল্লাহ। প্রতিদিন রাতে কাজ শেষ করে ভোর বেলা বাড়িতে ফিরেন তিনি। বৃহস্পতিবার ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে যাবার পথে রাস্তায় রক্তাক্ত অবস্থায় কায়ছারের লাশ পড়ে থাকতে দেখেন। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে গ্রামের মধ্যে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, রক্তাক্ত ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যু কিভাবে হয়েছে এর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button