
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশের মানুষ খালেদা জিয়াকে কারাগারে বন্দি অবস্থায় চলে যেতে দেবে না। খালেদা জিয়াকে মুক্ত করুন, অন্যথায় আপনাদের যোকোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে।
শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আজকে এই দেশ আওয়ামী লীগের হাতে, বর্বরদের হাতে, লুটেরাদের হাতে এক মুহূর্তও নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকার হরণ করছে, অন্যদিকে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দিয়ে আটকে রেখেছে এবং নতুন নতুন কৌশল করছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘অবিশ্বাস্য লাগে, যখন দেখি পুলিশ ও সেনাবাহিনীসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত। ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। কিন্তু যারা বড় বড় রাঘব বোয়াল, যারা এই চুরির মূলহোতা, তাদের এখন পর্যন্ত ধরা হয়নি।’
তিনি আরো বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তি করেছে, আইন ও পানি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশবিরোধী স্বার্থে এই চুক্তি করা হয়েছে। আমরা অধিকার চাই, অভিন্ন ১৫৪টি নদীর পানি চাই, সীমান্ত হত্যা বন্ধ চাই, যেসব সমস্যা আছে সেসব সমস্যারও সমাধান চাই। তা না করে এই সরকার সব কিছু বিলিয়ে দিয়েছে।’