আবহাওয়াপ্রধান খবর

কত দিন বৃষ্টি হতে পারে? জানালো আবহাওয়া অফিস

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশপাশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে।

আজ শনিবার (২৯ জুন) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশপাশের উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে। 

এ অস্থায় আগামী তিন দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী পাঁচদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রোববার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। লঘুচাপের প্রভাবে বুধবার (৩ জুলাই) পর্যন্ত দেশের প্রায় সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এ সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৭৫ মিলিমিটার। এ ছাড়াও বগুড়ায় ৫২, কক্সবাজার ও ঢাকায় ২৩, মেহেরপুর ও ভোলায় ৫১, বাগেরহাট ও কুমিল্লায় ৩৩, সিলেটে ১৫ ও মৌলভীবাজারে ১৬ মিলিমিটারসহ দেশের অন্যান্য এলাকায়ও সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button