জাতীয়প্রধান খবর
দুর্নীতির অভিযোগ ওঠা এনবিআরের সচিব ফয়সালকে বগুড়ায় বদলি
জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের (ট্যাক্স লিগ্যাল ও এনফোর্সমেন্ট) প্রথম সচিব ও অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে।
রবিবার এনবিআরের কর প্রশাসন বিভাগের প্রথম সচিব মো. শাহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এতথ্য জানানো হয়েছে।
এর আগে ২৭ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত থেকে তার নামে-বেনামে থাকা সব স্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দেওয়া হয়।
সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের মোট স্থাবর ও অস্থাবর ১৬ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৯০৮৭ টাকার সম্পত্তির জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।