প্রধান খবরবগুড়া জেলাশিক্ষা

বগুড়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৪০ শিক্ষার্থী

বগুড়ায় এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় ৩৪০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে সাধারণ ক্যাটাগরির শিক্ষার্থীর সংখ্যাই বেশি৷ 

রবিবার বিকালে বগুড়া জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে। তবে প্রথম দিনের পরীক্ষায় জেলায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। 

শিক্ষা শাখা জানিয়েছে, জেলায় এবার মোট পরীক্ষার্থী ৩৪ হাজার ৯৪২ জন। এদের মধ্যে সাধারণ ক্যাটাগরিতে নিয়মিত ও অনিয়মিত মিলে ২৬ হাজার ৫৫২ জন, আলিমে ২ হাজার ৫২৮ এবং বাকি ৪ হাজার  ৮৬২ জন বিএমটি শাখায়। 

এদিকে, প্রথম দিনের পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে নিয়মিত  ২৪ হাজার ৪৭২ জনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষার প্রথম দিনে ২০৬ জন অনুপস্থিত ছিলেন। আলিমে ২ হাজার ৪৮৭ জনের মধ্যে ৯২ জন এবং এইচএসসি বিএমটি শাখায় ৩ হাজার ৪২৮ জনের মধ্যে ৪২ জন অনুপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বলেন, ‘প্রথম দিনে জেলায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি আগামী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button