ক্রিকেটখেলাধুলা

বিশ্বকাপ জিতে কত প্রাইজমানি পেল ভারত? বাংলাদেশ পেল কত?

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা নেমেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। বার্বাডোজে রোমাঞ্চকর ফাইনালে ৭ রানে জয়ের মধ্যে দিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। ১৭ বছর পর ক্রিকেটের শর্টার ফরম্যাটে শ্রেষ্ঠত্বের মুকুট পরল ভারত।

সহজ ম্যাচ অবশ্য হাতছাড়া করেছে দক্ষিণ আফ্রিকা দল। একটা সময় ২৪ বলে দরকার ছিল ২৬ রান। সেই সহজ সমীকরণ মেলানো হয়নি প্রোটিয়াদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না দক্ষিণ আফ্রিকার। আরও একবার শিরোপার কাছ থেকে ফিরল দলটি।

এদিকে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল কত প্রাইজমানি পেল সবার আগ্রহ এখন সেই জায়গায়।

২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দিয়েছে আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজমানি।

এছাড়া রানার্স আপ দল দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১.২৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ২ লাখ টাকা।

এদিকে সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি ইংল্যান্ড ও আফগানিস্তান পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে।

এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে ৩১ হাজার ১৫৪ ডলার। সে হিসাবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পেল ৯৩ হাজার ৪৬২ ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৬৫৩ টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকারও বেশি।

এই বিভাগের অন্য খবর

Back to top button