নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বড় বোনের পর ছোট ভাইয়ের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে কাথম-খালিগঞ্জ রোডে সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বড় বোন যুথির মৃত্যুর পর মারা গেছে ছোট ভাই জিহাদ।

রবিবার দিবাগত মধ্যেরাতে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজন।

এর আগে শনিবার (২৯জুন) বিকেল ৪টার দিকে কাথম- কালিগঞ্জ রোডে সড়াতলা নামক স্থানে এ সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে একই পরিবারের তিনজনের মধ্যে যুথি বেগম (২০) নামে একজন নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত যুথি বেগমের ভাই মো: জিহাদ (১৭) ও তার মা জেসমিন বেগম (৪৫) গুরুতর আহত হন।  যুথি ও জাহিদ মারা গেলেও সুস্থ রয়েছে যুথির তিন দিনের সন্তান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সড়ক দুর্ঘটনায় প্রসূতিও প্রসূতির ভাইয়ের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button