দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর
বগুড়ায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বগুড়ায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাকিব হোসেন নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার সিএ অফিস মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাকিব ওই এলাকার নাসির হোসেনের ছেলে। এছাড়া নাকিব স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়াশোনা করতো৷
দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক জানান, নাকিবদের বাড়ির পাশে পুকুরের ধারে রয়েছে পেয়ারা গাছ। নাকিব দুপুরে ওই গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে পা ফসকে যায় এবং নিজের ভারসাম্য রক্ষায় খুঁটির টানা তার ধরে। এতে বিদ্যুতায়িত হয়ে সে পুকুরের পানিতে ছিটকে পড়ে যায়৷ পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।