আবহাওয়া

জুলাই মাসজুড়ে বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। দুই দিন ধরে বৃষ্টির পরিমাণ বেড়েছে। সোমবার (০১ জুলাই) ভোর থেকেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই ধারা টানা কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। জুলাই মাসজুড়ে এরকম বৃষ্টির সম্ভাবনা আছে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে সবচেয়ে বেশি। উপকূলেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। সেখানেও বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইছে। তাই দেশের সব নদীবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, এবারের বর্ষায় বৃষ্টি বেশি হবে এমন পূর্বাভাস আমরা দিয়েছিলাম। জুনে ভালোই বৃষ্টি হয়েছে। জুলাই মাসের প্রায় পুরো সময়জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে।

আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত শনিবার পঞ্চগড়ে ১০৮ মিলিমিটার ও গতকাল ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ফেনী ও কক্সবাজারেও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি ঝরেছে।

সোমবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা। আছে বিদ্যুতের ঝলকানি। মেঘের গর্জন। ভোর থেকে ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে, যা এখনো চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। উপায় না পেয়ে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যাচ্ছেন ঢাকাবাসী।

এই বিভাগের অন্য খবর

Back to top button