
নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়েও এলো না কোনো গোল। পেনাল্টি পেয়েও মিস করলেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেখানে অবিশ্বাস্য দক্ষতায় টানা ৩ পেনাল্টি সেভ করে পর্তুগিজদের জয় এনে দিলেন গোলরক্ষক দিয়েগো কস্টা। আর এতে সব শঙ্কা দূর করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল পর্তুগাল।
ফ্রাঙ্কফুর্টে গতকাল রাতে শেষ ষোলোয় ১২০ মিনিটের লড়াই গোলশূন্য সমতায় শেষ হয়। এরপর স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারায় পর্তুগাল।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও পর্তুগালের বেশিরভাগ আক্রমণই ছিল ধারহীন। যে কয়েকটি সুযোগ মেলে, তাও হাতছাড়া করেন রোনালদো- ফার্নান্দেসরা।
তবে, টাইব্রেকারে একটুও ভাবনায় পড়তে দেননি কস্টা। একে একে তিনি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের নেওয়া প্রথম তিনটি শট। বিপরীতে নিজেদের তিন শটে জালে বল পাঠান রোনালদো, ফার্নান্দেস ও বার্নার্ডো সিলভা।