খেলাধুলাফুটবল

পর্তুগালকে কোয়ার্টারে তুললেন গোলরক্ষক দিয়েগো কস্টা

নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়েও এলো না কোনো গোল। পেনাল্টি পেয়েও মিস করলেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেখানে অবিশ্বাস্য দক্ষতায় টানা ৩ পেনাল্টি সেভ করে পর্তুগিজদের জয় এনে দিলেন গোলরক্ষক দিয়েগো কস্টা। আর এতে সব শঙ্কা দূর করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল পর্তুগাল।

ফ্রাঙ্কফুর্টে গতকাল রাতে শেষ ষোলোয় ১২০ মিনিটের লড়াই গোলশূন্য সমতায় শেষ হয়। এরপর স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারায় পর্তুগাল।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও পর্তুগালের বেশিরভাগ আক্রমণই ছিল ধারহীন। যে কয়েকটি সুযোগ মেলে, তাও হাতছাড়া করেন রোনালদো- ফার্নান্দেসরা।

তবে, টাইব্রেকারে একটুও ভাবনায় পড়তে দেননি কস্টা। একে একে তিনি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের নেওয়া প্রথম তিনটি শট। বিপরীতে নিজেদের তিন শটে জালে বল পাঠান রোনালদো, ফার্নান্দেস ও বার্নার্ডো সিলভা।

এই বিভাগের অন্য খবর

Back to top button