খেলাধুলাফুটবল

স্পেন বাধা টপকাতে পারবে জামার্নি?

গত ৩৬ বছরে স্পেনের বিপক্ষে জয় নেই জার্মানি- এটা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুই দলের সাক্ষাতের সারাংশ। 

শুক্রবার (৫ জুলাই) ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সেরা আটের প্রথম ম্যাচকে ঘিরে প্রশ্ন একটাই- স্পেন বাধা টপকাতে পারবে জামার্নি?

অতীত পরিসংখ্যান পক্ষ না নিলেও স্বাগতিক জার্মানি আজকের ম্যাচে ফেবারিট।

অধিনায়ক ইকাই গুন্ডোগান প্রতিপক্ষকে হুমকি দিয়ে রেখেছেন এভাবে, ‘স্পেনের বিপক্ষে আমাদের লুকিয়ে থাকা উচিত নয়। একটি দল হিসেবে আমরা তাদের সঙ্গে তাল মিলিয়ে লড়তে পারি। আমাদের দলের এমন সামর্থ্য ভালোভাবেই আছে।’

১৯৮৮ ইউরোতে স্পেনের বিপক্ষে সবশেষ জয় পেয়েছে জার্মানি। এরপর ২০১০ সালে স্প্যানিশদের কাছে সেমিফাইনাল হেরেছিল জার্মানরা। তার আগে, ২০০৮ ইউরোর ফাইনালে হেরেছিল। চার বছর আগে নেশন্স লিগে স্পেনের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল জার্মানি। যদিও এসব পরিসংখ্যান দেখে নির্ভার থাকছেন না স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

স্পেন কোচ বলেছেন, ‘এই টুর্নামেন্টে আমাদের সেরা দল খেলছে। আমরাও লড়াই করতে যাচ্ছি এবং জানি যে আমাদের সামনে জার্মানি। তারা জার্মান মেশিন নামে সুপরিচিত। এই খুবই ক্লোজ একটি ম্যাচ হবে কিন্তু আমরা আমাদের খেলার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী।’

এই বিভাগের অন্য খবর

Back to top button