খেলাধুলাফুটবল

আসলেই কি রোনালদো জাতীয় দলে শেষ ম্যাচ খেলে ফেলেছেন?

ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হয়ে গেছে ৩৯। জাতীয় দলের হয়ে কবে ক্যারিয়ার শেষ করবেন সেটা না জানালেও এটাই যে, শেষ ইউরো সেটা নিশ্চিত করেছেন। তবে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে পর্তুগালের বিদায়ের পর এখানেই তার শেষ দেখছেন অনেকে। আসলেই কি তাই? পর্তুগাল কোচ রবের্তো মার্টিনেজ অবশ্য তেমনটা বললেন না! তার মতে, এই বিষয়ে কথা বলা মানে সেটা আগেভাগে মন্তব্য করে ফেলা।

নির্ধারিত সময়ে গোলশূন্য স্কোর লাইন থাকার পর অতিরিক্ত সময়ে গোলের সুবর্ণ সুযোগ মিস করেছেন রোনালদো। কিন্তু শুটআউটে জাল কাঁপাতে পেরেছেন। তার পরেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর স্বাভাবিকভাবেই পর্তুগিজ যুবরাজের ভবিষ্যৎ প্রসঙ্গ উঠে আসে সংবাদ সম্মেলনে। রোনালদো জাতীয় দলে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিনা এমন প্রশ্নে পর্তুগাল কোচ বলেছেন, ‘এখনই বলাটা বাড়াবাড়ি হয়ে যাবে। কারণ এখনও ব্যক্তিগত পর্যায়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’        

শুক্রবার পর্তুগালের হয়ে ২১২তম ম্যাচ খেলেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে তার ১৩০ গোল আন্তর্জাতিক ফুটবলে এখনও সর্বোচ্চ। দুইয়ে থাকা লিওনেল মেসিও অনেক দূরে! তার গোল ১০৮টি। কিন্তু চলতি ইউরোয় রোনালদো সেই সোনালী দিনগুলির মতো ঝলক দেখাতে পারেননি। শুটআউট ছাড়া কোনও গোলই পাননি। পুরো ক্যারিয়ারে এবারই প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি। 

এই বিভাগের অন্য খবর

Back to top button