প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

বগুড়া শহরের বারোপুর এলাকায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে৷ 

নিহতরা হলেন, সাড়ে পাঁচ বছর বয়সি হিমা এবং আড়াই বছর বয়সি জান্নাত। তারা দুজনেই ওই এলাকার সিএনজিচালক হাবিব ইসলামের মেয়ে।

জানা গেছে, সকাল ১০ টা থেকে হিমা ও জান্নাত দুই বোন নিখোঁজ ছিল। তখন পরিবারের লোকজন মিলে তাদের খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

পরে চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে আদর্শ ক্লিনিকে এবং শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে মারা গেছে।

পুলিশ জানান, একটি ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button