দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ট্রাক-ভটভটি মুখোমুখি সংঘর্ষ, ট্রাক চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে সাহারপুকুর এলাকায় এই এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার থানা মোড় কলেজ গেট এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে চান মিয়া (৫০)। গুরুতর আহত হলেন, নওগাঁর মহাদেবপুরের বড়াইল এলাকার ইনছের আলীর ছেলে ইয়াকুব আলী (৩৮) ।

জানা গেছে, ময়মনসিংহ হতে নওগাঁগামী ধানভর্তি ট্রাকের (ঢাকা মেট্টো-ট-১৬০৪১৬) সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাক ও ভটভটির চালক দূর্ঘটনায় গুরুতর আহত হয়।

পরে তাদেরকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালক চান মিয়া মারা যান। আহত ভটভটি চালক ইয়াকুব আলী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসায় রয়েছেন।

পুলিশ জানান, ট্রাক ও ভটভটি পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button