প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৫, আহত কমপক্ষে ২০

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

রবিবার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এবং আহতদের নাম পরিচয় এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী,  সদর উপজেলা শুভাশিস পোদ্দার লিটন হাসপাতালে এসেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button