বগুড়ায় ছাত্রী নিবাস থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়ায় ছাত্রী নিবাস থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার ঠেংগামারা এলাকায় এম এম ছাত্রী নিবাসের তৃতীয় তলায় তার নিজ রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী নাইমা হাসান নুপুর (১৯) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পত্নীচান এলাকার হাসান আলীর মেয়ে। সে বগুড়া টিএমএসএস নার্সিং কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে এম এম ছাত্রী নিবাসের মহিলা সিকিউরিটি গার্ড তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে রুমে ঢুকে দেখতে পান নুপুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশকে খবর দিলে পুলিশ নুপুরের লাশ উদ্ধার করে।
পুলিশ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের রুম থেকে বেশ কিছু চিরকুট সংগ্রহ করেছে পুলিশ।