দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে কাবির খন্দকার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৫টায় নিজ বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত কাবির দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর মৌলভীপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে।

জানা যায়, কাবির নিজ বাড়িতে টিনের ছাউনি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে তিনি একটি কাঁচা বাঁশ টিনের ছাউনি দিতে গেলে তার বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতাবসত বাঁশটি লাগলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button