প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় করতোয়া নদী থেকে এক দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার
বগুড়া শহরের ভাটকান্দি উত্তরপাড়া এলাকায় করতোয়া নদী থেকে এক দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানান, ঘটনাস্থলে গিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের লাশ উদ্ধার করি। পরে তার লাশ স্থানীদের কাছে হস্তান্তর করি। তারা লাশটি দাফনের ব্যবস্থা করেন। ওই নবজাতকের বয়স আনুমানিক এক দিন।
পুলিশ আরো জানান, কারা ওই নবজাতককে ফেলে গেছে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে।