প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় নারীর অর্ধগলিত পা-ওড়না উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে এক নারীর অর্ধগলিত পাসহ কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকার কাছাকাছি নাটোর-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে খালের পাড় থেকে এসব আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত দেখে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করেন, কোন নারীকে হত্যা করে তার একটি পা বিচ্ছিন্ন করে বস্তায় তুলে এখানে ফেলে গেছে হত্যাকারীরা।

জানা গেছে, এক ব্যক্তি সকালে জমিতে কাজ করতে যান। এক পর্যায়ে রাস্তার পাশে খালের পাড়ে প্রথমে বস্তা ও ওড়না পড়ে আছে এমন দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় আরও লোকজনের জনের সাথে শেয়ার করেন। এতে তাদের সন্দেহ হলে তারা আশপাশে খোঁজাখুঁজি করে মানুষের অর্ধগলিত একটি পায়ের মত দেখতে পান।

পরে ঘটনাটি থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যান।

পুলিশ জানান, আলামত তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অর্ধগলিত পা ও ওড়নাটি কার তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো রহস্য উদঘাটন হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button