
ইউরোর প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। দ্বিতীয়টিতে স্পেনকেই অনুসরণ করলো ইংল্যান্ড। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে হ্যারি কেনের নেতৃত্বাধীন দল।
সিগন্যাল ইদুনা পার্কে ইংল্যান্ডের হয়ে গোল দুটি করেছেন হ্যারি কেন ও ওলি ওয়াটকিন্স। ডাচদের হয়ে একমাত্র গোলটি করেছেন জাভি সিমন্স।
ম্যাচের শুরুতেই লিড পায় নেদারল্যান্ডস। ৭ মিনিটে ডি বক্সের বাইরে ১২১ কিলোমিটার গতিতে শট করে ইংল্যান্ডের জালে বল পাঠান সিমন্স। পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইংলিশবাহিনী।
একের পর এক আক্রমণে ১৪ মিনিটে ডাচ রক্ষণভাগের পরীক্ষা নিচ্ছিল ইংল্যান্ড। তবে কেনকে ফাউল করে বসেন ডেনজেল ডুমফ্রেইস। ভিআর সিদ্ধান্তে পেনাল্টি পায় ইংল্যান্ড। ১৮ মিনিটে স্পট কিকে বল জালে জড়ান কেন।
সমতায় ফেরে প্রথমার্ধে আরও বেশ কয়েকবার আক্রমণ সাজায় সাউথগেটের দল। তবে সফলতা না মেলায় সমতাতে বিরতিতে যেতে হয়। বিরতির পর ইংল্যান্ডকে কিছুটা চেপে ধরে ডাচ বাহিনী। ইংল্যান্ডও অবশ্য ছেড়ে কথা বলেনি।
ফিরতি আক্রমণে ৭৯ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পেয়েছিল ইংল্যান্ড। তবে কাইল ওয়াকার অফসাইডে থাকায় লিড থেকে বঞ্চিত হয় দলটি। ৯০ মিনিটে আর হতাশ হতে হয়নি ইংল্যান্ডকে। কোল পালমারের পাস থেকে গোল আদায় করে নেন ওলি ওয়াটকিন্স। লিড ধরে রেখেই ফাইনালের টিকিট কাটে দলটি।