প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় বৃক্ষ মেলার উদ্বোধন
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’- এই প্রতিবাদ্যকে সামনে
রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বগুড়ায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। পরে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতলুবর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান।
মেলায় ২৯টি প্রতিষ্ঠান ৩৯টি স্টল স্থাপন করেছে। আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মেলা।