নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়া জেলার নন্দীগ্রামে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের টেংরামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানায় গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোয়ালিয়া উত্তরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে সাদেকুল ইসলাম (৫০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একই এলাকার প্রতিবেশী মৃত শামছুদ্দিনের ছেলে আশরাফুল ইসলামকে (৩৮) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানান, সড়ক দুর্ঘনায় প্রাইভেটকারের দুইজন নিহত হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button