জাতীয়

রোকেয়া হলের ছাত্রীদের নিজেদের ‘রাজাকার‘ বলতে শুনে আমার দুঃখ হয়: প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোকেয়া হলের ছাত্রীদের নিজেদের ‘রাজাকার‘ বলতে শুনে আমার দুঃখ হয়। তারা কি ১৯৭১ সালের ২৫ মার্চ এ হলের ইতিহাস জানেন?

সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রণালয়–বিভাগে ২০২৪–২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের একমাত্র লক্ষ্য। দুঃখ লাগে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরাও ‘রাজাকার’ স্লোগান দিচ্ছেন। তারা কি জানে ১৯৭১ সালের ২৫ মার্চ এ হলে কী ঘটেছিল? প্রায় ৩০০ মেয়েকে হত্যা করা হয় এবং ৪০ জন মেয়েকে ধর্ষণ করে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল।’

সরকারপ্রধান আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাস করে? এ কোন দেশে আছি আমরা? কী শিক্ষা পেল তারা? কী শিখল তারা? এটা আমার প্রশ্ন।’

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি রোধে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে এপিএ বাস্তবায়ন ও সেবা প্রদানে চমৎকার অবদানের জন্য যথাক্রমে ২০২২–২৩ অর্থবছরের জন্য এপিএ অ্যাওয়ার্ড এবং ২০২৩–২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার সরকারি অফিসগুলোর মধ্যে বিতরণ করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button