প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে পাগল কুকুরের কামড়ে আহত ২২

সুমন কুমার সাহা (সারিয়াকান্দি প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দিতে দুইটি পাগল কুকুরের কমড়ে ২২ জন আহত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত শিশুসহ ২২ জন কামড়ের শিকার হন।

আহতরা হলেন, ১। সদর ইউনিয়নের দেলুয়াড়ী এলাকার ইনছান আলীর ছেলে তারাজুল ইসলাম (৬০), ২। কুঠিবাড়ী এলাকার আবুল হোসেনের স্ত্রী জয়নব বেগম (৪০), ৩। পাকুল্লা এলাকার দাররাজ আকন্দের ছেলে সায়েদজ্জামান (৫৫), ৪। কুপতলা এলাকার খালেক প্রমানিকের ছেলে আসাদ (৪০), ৫। ধলিরকান্দি এলাকার নাজির হোসেন আকন্দের ছেলে নূর আলম (৫২), ৬। নিজ বাটিয়া এলাকার ঈশ্বর চন্দ্র (৫০), ৭। ধাপ এলাকার নিরঞ্জনের ছেলে বন্ধন (৬), ৮। তাহেরুলের ছেলে আবু সাঈদ (৩), ৯। হাফিজারের স্ত্রী কমেলা (৫০), ১০। মৃত ফুলুর ছেলে কিয়াম উদ্দিন (৬০), ১১। কৈয়রপাড়া এলাকার মৃত বাবু প্রমাণিকের ছেলে মহিদুল (৫০), ১২। কুড়িপাড়ার আবুল হোসেনের স্ত্রী জয়নব (৪০), ১৩। বাগবেড় গ্রামের মোতালেবের ছেলে সাদেকুল (১৫), ১৪। বাড়ইপাড়া এলাকার হাবিলের স্ত্রী মনোয়ারা (৩০), ১৫। মথুরাপাড়া এলাকার জব্বার আকন্দের ছেলে বাবলু (৪০), ১৬। আন্দরবাড়ীর সামাদের ছেলে ছানাউল্লাহ (২৯), ১৭। দীঘলকান্দি গ্রামের বেলাল হোসেনের মেয়ে বৃষ্টি (১৩), ১৮। ধনতলা এলাকার আব্দুল খালেক প্রামানিকের ছেলে আছাব্বর(৫০)।

এছাড়াও নাম না জানা প্রায় ৪ জন আহত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, ২ দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ব্যক্তিকে কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন এলাকায় ‘পাগলা’ কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব রহমান সরদার বলেন, কুকুর কামড়ানোর ভ্যাকসিন না থাকায় তাঁদেরকে যথাযথ চিকিৎসা দিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ না থাকায় রোগীদের কিছুটা সমস্যা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button