জাতীয়প্রধান খবর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্র নিহত হয়েছেন।
ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তার বয়স ২৫ বছর। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়টির কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল থেকে দেয়া মৃত্যুর প্রমাণপত্র
তিনি বলেন, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতও হয়েছেন বলে তিনি জানান।
রংপুর মেডিকেল কলেজ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, নিহত আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়।
সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস