প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ছাত্রদল ও শিবিরের ৩ জন গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলন থেকে বগুড়ায় বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল ও শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান।

এর আগে, এ ঘটনায় ছাত্রদল ও ছাত্র শিবিরের ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)  শহিদুল ইসলাম বাদী হয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের ১৯ জনের নাম উল্লেখ করে এবং নাম না জানা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রদলকর্মী সামিউর রহমান, মোহন বাবু এবং ছাত্র শিবিরের ওহেদুর রহমান পটল। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, মামলায় সাধারণ শিক্ষার্থীদের আসামি করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এবং যাদের ছাত্রদল এবং ছাত্রশিবিরের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করা গেছে, তাদের বিরুদ্ধেই পুলিশ মামলা করেছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button