বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ৬ শিক্ষার্থী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশজুড়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সাতমাথায় অবস্থান নিতে আসা অন্তত ছয় শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
বিকেল তিনটার দিকে বগুড়া শহরের কেন্দ্রবিন্দু সাতমাথায় শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশের কথা ছিল।
এ সময় সাতমাথা এলাকায় চার শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর মধ্যে দুই জন ছাত্রী ও দু্ই জন ছাত্র।এ ছাড়াও শহরের এডওয়ার্ড পার্ক এলাকা, সেউজগাড়ী থেকে আরও দুইজনকে আটক করা হয়। একই সাথে মহিলা কলেজ রোড, বনানী সহ বিভিন্ন পয়েন্টে র্যা ব, বিজিবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সন্দেহভাজনদের তল্লাশী অব্যাহত রয়েছে।
আটকদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। রুকু আক্তার নামে এই ছাত্রী নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেন।
এ ছাড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় খণ্ড দল নিয়ে শিক্ষার্থীরা মিছিল বের করেন।পরে বেলা সাড়ে তিনটার দিকে জলেশ্বরীতলার কালী মন্দির এলাকার শিক্ষার্থীরা অবস্থান নেয়। এরপর চারটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এসে কথা বলে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
এর আগে ১৬ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বগুড়ার সাতমাথায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে কয়েক জন সাংবাদিক এবং শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনে ১৯ জুলাই বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় সিয়াম শুভ (১৬) নামে এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী এসব ঘটনায় ইতিমধ্যে বগুড়ায় ১৫ টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ১৪৫ জনকে গ্রেপ্তার করে আদালতের পাঠানো হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত এসপি) স্নিগ্ধ আখতার বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ সময় তাদের কয়েকজনের কাছে চায়নিজ লাঠি, চাকু, এন্টি কাটার পাওয়া গেছে।