শনিবার ছাত্রদের পক্ষে রাস্তায় নামছেন সংগীতশিল্পীরা
কোটা সংস্কার আন্দোলনে গত কয়েক দিনে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সরব শোবিজ অঙ্গনের অনেকেই। দলবদ্ধ হয়ে পথে নেমেও প্রতিবাদ জানাচ্ছেন শোবিজ তারকারা।
দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ এর ব্যানারে বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় সমবেত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন শিল্পীরা। এবার ঘোষণা দিয়ে রাস্তায় নামছেন সংগীতশিল্পীরাও৷
‘গেট আপ স্ট্যান্ড আপ’-স্লোগানে দেশের সংগীতশিল্পী থেকে ব্যান্ড ও ব্যান্ড সদস্যরা একটি ডিজিটাল কার্ট শেয়ার করছেন। যেখানে শনিবার বিকেল ৩টায় শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে সমবেত হওয়ার কথা জানানো হয়৷
একাধিক শিল্পী এ বিষয়ে জানিয়েছেন, শনিবার (৩ আগস্ট) বিকেল ৩ টায় শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আমরা সংগীত শিল্পীরা সবাই মিলিত হবো রবীন্দ্র সরোবরে (ধানমণ্ডি ৮/এ)। গানে গানে আমরা শিল্পীরা সংহতি প্রকাশ করবো।
ঢাকার বাইরে থাকা শিল্পীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।” সূত্র: চ্যানেল আই