রাজনীতি

দেশেই আছেন শামীম ওসমান

ফেসবুকে গুজব ছড়ানো হয় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা থাইল্যান্ড চলে গেছেন।

কিন্তু দুপুরের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে পাশেই শামীম ওসমানকে দেখতে পাওয়া যায়।

এর আগে সকালে শামীম ওসমানের একমাত্র ছেলে ইমতিনান অয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে বলেন, কাল রাত হঠাৎ করেই এমন একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়, আমি এবং আমার পরিবারের সদস্যরা থাইল্যান্ড চলে গেছি। যা সম্পূর্নরুপে ভিত্তিহীন।‘

তিনি আরও লেখেন, সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button