জাতীয়
২৪ ঘণ্টায় পুলিশ-র্যাব-বিজিবিসহ ৩০ জনের মরদেহ ঢামেক মর্গে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ১ দফা দাবিকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র্যাব-পুলিশ-বিজিবিসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে বুধবার (৭ আগস্ট) সকাল পর্যন্ত তাদের মরদেহ ঢামেকের মর্গে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি জানান, গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত রাজধানীসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ১২৮ জনসহ আহত হন। এরমধ্যে ১১ জনকে ভর্তি দেওয়া হয়েছে এবং জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ৩০ জনকে মৃত ঘোষণা করেছেন। এর মধ্যে পুলিশ র্যাব বিজিবি সদস্যরা রয়েছে।