তিন দিনে চারিদিকে নৈরাজ্য, অস্থিরতা
ছাত্রসমাজ ও আপামর সাধারণ জনতার তুমুল গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিন দিন সরকারবিহীন দেশে জীবন ও সম্পদের নিশ্চয়তার খোঁজে মানুষ।
গত সোমবার গণআন্দোলনের মুখে টানা সাড়ে ১৫ বছরের শাসনের ইতি টেনে শেখ হাসিনা যখন দেশ ছাড়েন, তখনও দেশজুড়ে সরকারি দল আওয়ামী লীগ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে লড়াই চলছিল।
ক্ষমতা ছাড়ার পর অভ্যুত্থানকারী জনতার হাতে কত মানুষের মৃত্যু হয়েছে তার হিসাবও পাওয়া যায়নি। কারণ, শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে সঙ্গেই আগে থেকে শক্তি হারানো দেশের অনেক থানা ত্যাগ করে পালিয়ে যায় পুলিশ। অনেক স্থানে পুলিশকে ভেতরে রেখেই তাতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
এসব ঘটনার পর দেশে সরকার না থাকার পাশাপাশি সারাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ পরিস্থিতিও উধাও হয়ে যায়। পুলিশ নেই, চলছে বেশুমার হামলা, ডাকাতি ও সাধারণ জনগণের জান—মালের ওপর আঘাত।
তবে আশার কথা হচ্ছে যে, গতকাল (বুধবার)সেনা প্রধান জাতির উদ্দ্যেশ্যে দেয়া ভাষণে আশা প্রকাশ করেন অল্প কিছুদিনের মধ্যেই দেশের এই উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।