ধুনট উপজেলাপ্রধান খবর

ধুনটে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

মিনহাজ উদ্দিন (ধুনট প্রতিনিধি): বগুড়ার ধুনটে আল আমিন (২৫) নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যুবলীগ নেতা আল আমিন ধুনট পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে। সে ধুনট পৌর যুবলীগের প্রস্তাবিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে স্থান পেতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন।

উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান তার সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেন।

ধুনট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বুধবার সন্ধ্যার দিকে আল আমিন ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলের পিছনে চড়ে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হয়। পথিমধ্যে ধুনট-গোসাইবাড়ী সড়কের ইছামতি নদীর চরধুনট সেতু এলাকায় পৌঁছিলে দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল থামিয়ে আল আমিনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

এসময় আবু হানিফের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (৮ আগষ্ট) বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা যুবলীগের কমিটি গঠন কে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে অনেকে। তবে বিষয়টি আমি নিশ্চিত নই।

অপর দিকে মোটরসাইকেল চালক আহত আবু হানিফ (২৪) কে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। আবু হানিফ একই এলাকার বেলাল হোসেনের ছেলে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, আল আমিন নামে এক একজনকে পিটিয়ে হত্যার ঘটনা শুনেছি। তার মৃত দেহ ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button