প্রধান খবরবগুড়া জেলাশিক্ষা

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ’র পদত্যাগ

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ও প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক। 

তিনি জানান, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় অধ্যক্ষ মোস্তফা কামাল নিজেই পদত্যাগ করেছেন। 

এর আগে, শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়। তারা অধ্যক্ষসহ তাঁর বিভিন্ন অপকর্মে সহায়তাকারী শিক্ষকদেরও পদত্যাগ দাবি করেন। পরে অধ্যক্ষ নিজেই পদত্যাগ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button