সরকার পতনের আন্দোলনের জের ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল—২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে লিটন দাসের বাড়িও নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে।
এতদিন বিষয়টি নিয়ে কথা না বললেও অবশেষে মুখ খুলেছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাস। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এর সত্যতা নিশ্চিত করেছেন টাইগারদের এ উইকেটরক্ষক—ব্যাটার।
দীর্ঘ পোস্টে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ।’
এর আগে ‘হিন্দুতভা নাইট’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে মাশরাফীর বাড়ি পোড়ার দৃশ্যের একটি ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে লেখা হয়, সনাতন ধর্মাবলম্বী এই ক্রিকেটারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
অবশেষে লিটন কুমার দাসের বক্তব্যে প্রমাণ হলো পুরো বিষয়টিই আসলে গুজব।