ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত ওয়াশিংটন
অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত ওয়াশিংটন।
গতকাল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক নিয়মিত ব্রিফিং এ মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে ব্যাপক আগ্রহী ও প্রস্তুত ওয়াশিংটন।
ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সহিংসতার অবসানে ড. ইউনূসের আহবানকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।’
তিনি আরো জানান, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ওয়াশিংটন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফারভে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ—গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।