শহিদ আবু সাঈদের বাড়িতে যাবেন ড. ইউনূস, তৈরি হচ্ছে রাস্তা
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর তাই, তার আগমনকে ঘিরে তৈরি হচ্ছে শহিদ আবু সাঈদের বাড়িতে যাওয়ার রাস্তা।
ড. মুহাম্মদ ইউনূসের আগমনের খবরে উচ্ছসিত অনেক শ্রমিক আজ বিকেল থেকে রাস্তা নির্মাণের কাজে নিয়োজিত হয়েছে। আবু সাঈদের বাড়ির সামনের রাস্তা থেকে আঙিনা পর্যন্ত ইট বসানোর কাজ চলছে।
উপজেলা এলজিইডি অফিসের তত্ত্বাবধানে শহিদ আবু সাঈদের বাড়িতে ঢোকার রাস্তা ইট দিয়ে তৈরি করছে সংশ্লিষ্ট দপ্তর। আর এ কাজে ঘাম জড়াচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তারাও।
আজকের মধ্যে রাস্তার কাজ শেষ করার প্রস্তুতি নিয়েছেন উপজেলা প্রকৌশলী মশিউর রহমান।
উল্লেখ্য, গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ । ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে ছাত্র—জনতার আন্দোলন আরো ব্যাপক জোরদার হয়। এরই ধারাবাহিকতায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।