জাতীয়প্রধান খবর

নিত্যপণ্যের দা‌ম নির্ধারণের তালিকাটি “ভূয়া’

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফেসবুকসহ বি‌ভিন্ন সামা‌জিক যোগাযোগমাধ্যমে নানা রকম তথ্য ছড়িয়ে পড়ছে। গত দুই দিন ধরে নিত্যপণ্যের দা‌ম নির্ধারণ করে দেওয়া একটি তা‌লিকা সামা‌জিক যোগাযোগমাধ্যমে অনেকেই শেয়ার করেছেন। কিন্তু এ তথ্যটি সঠিক নয় বলেন জা‌নি‌য়ে‌ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শ‌নিবার (১০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন অধিদপ্ত‌রের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

এ এইচ এম সফিকুজ্জামান জানান, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার কর্তৃক বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্য তালিকা প্রচার করা হচ্ছে, যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি।’

এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ভোক্তা অধিদপ্ত‌রের মহাপরিচালক।

এই বিভাগের অন্য খবর

Back to top button