আন্তর্জাতিক খবর

ব্রাজিলে বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতের মধ্যে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। খবর বিবিসি।

শুক্রবার (৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমানটি কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এটি সাও পাওলো থেকে প্রায় ৮০ কিমি উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়।

এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button