আইন ও অপরাধপ্রধান খবর

৫৩৮টি থানার কার্যক্রম চালু: পুলিশ হেডকোয়ার্টার্স

সারাদেশে ৫৩৮টি থানার কার্যক্রম চালু হয়েছে।

শনিবার (১০ আগস্ট) বিকাল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

পুলিশ সদর দপ্তর জানায়, শনিবার বিকাল ৩টা পর্যন্ত সারাদেশে সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে অনেক প্রাণহানি ঘটে। পরে জনরোষের শিকার হয়ে প্রাণ হারান অনেক পুলিশ সদস্য। হামলা চালানো হয় থানাগুলোতেও। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম।

এই বিভাগের অন্য খবর

Back to top button